সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
 

‘দুর্নীতি লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা’    এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা    সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজার ৫০ জন গ্রেপ্তার     জাল ভোট হলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ: ইসি হাবিব    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে বন্ধ হচ্ছে বাইক : বিআরটিএ চেয়ারম্যান    স্বস্তির বৃষ্টি হতে পারে ২ মে থেকে, কমবে গরম    যে কারণে চাকরি ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা   
বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারত-আমেরিকায়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

দেশে খরচ বাড়লেও বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে। ভারত, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কমেছে ক্রেডিট কার্ডের খরচ। তবে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে আরব আমিরাতে (ইউএই)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা জানুয়ারি মাসে কমে দাঁড়ায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, জানুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও পরবর্তী অনিশ্চয়তার মধ্যে বিদেশে বাংলাদেশিদের ভ্রমণ কমে গিয়েছিল, যার প্রভাব পড়েছে বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে।

তথ্যমতে উল্লেখযোগ্য হারে বাংলাদেশিদের খরচ কমেছে ভারতে। গেল বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ১৯ কোটিরও বেশি খরচ কম করেছেন সেখানে ভ্রমণরত বা অবস্থানরত বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা। 

চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন। যেখানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে খরচ করেছিলেন ১১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ কমেছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রে গেল ডিসেম্বরে খরচ ছিল ৭৩ কোটি ২০ লাখ টাকা, জানুয়ারিতে খরচ করেছেন ৭২ কোটি ১০ লাখ। সিঙ্গাপুরে ডিসেম্বরে খরচ করেছিলেন ৪০ কোটি ১০ লাখ টাকা, জানুয়ারিতে খরচ করেছেন ৩৬ কোটি ৩০ লাখ টাকা। 

তবে বাংলাদেশিরা আরব আমিরাতে ক্রেডিট কার্ডে খরচ বাড়িয়েছেন। গেল বছরের ডিসেম্বরে খরচ করেছিলেন ৫৯ কোটি ৪০ লাখ টাকা, গেল জানুয়ারিতে খরচ করেছেন ৬১ কোটি ৭০ লাখ টাকা। খরচ বেড়েছে ২ কোটি ৪০ লাখ টাকা।

একই মাসে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন। তার আগের মাসে (ডিসেম্বর ২৩) খরচ ছিল ১৮৪ কোটি ১০ লাখ। সে হিসেবে খরচ কমেছে ২ কোটি ৫০ লাখ টাকা। দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। তারা জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকাই খরচ করেছেন ডিপার্টমেন্ট স্টোরে। এরপর তারা দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেন নগদ টাকা উত্তোলনে।

জানুয়ারিতে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছেন। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তারা নগদে তুলেছিলেন। বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত নভেম্বরে প্রায় ৯৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন।

এদিকে বিদেশে খরচ কমলেও ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে দেশের অভ্যন্তরে। দেশে গত জানুয়ারি মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। এর আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪০ কোটি টাকা বেড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft