বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
 

ফরিদপুরে ময়নাতন্তের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সামচুর লাশ উত্তোলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাস চালক সামচু মোল্যা হত্যার ২ মাস ১৮ দিন পর ময়নাতন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের আলিপুর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

হত্যার ১৬ দিন পর সামচু মোল্যার ২য় স্ত্রী মেঘলা বেগম (৩২) বাদী হতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৩০০/৪০০ জন অজ্ঞাত আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে ঘটনার রাতেই ময়নাতদন্ত ছাড়াই সামচু মোল্যার লাশ দাফন করা হয়।

নিহতের ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিকালে ফরিদপুর শহরের কোতয়ালী থানার সামনের বাদাম পট্টী সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাস চালক সামচু মোল্যা।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  নিহত সামচু মোল্যার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে সামচু মোল্লার লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের জন্য আজ লাশ উঠানো হচ্ছে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাবৃন্দ, পুলিশ এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft