বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ৬ চৈত্র ১৪৩১
 

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০, আহত ১৬৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:০১ অপরাহ্ন

লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায়  ৬০জন নিহত এবং ১৬৮ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার (১১ অক্টোবর) থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

গত বছর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ২২৯ মানুস প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে ১০ হাজার ৩৮০ জন। 

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। 

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের ফলে ১ হাজার ৩২টি কেন্দ্রে ১ লাখ ৮৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। যার মধ্যে ৩৯ হাজার পরিবার রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রের মধ্যে ৮৩৭টি পূর্ণ হয়ে গেছে। 
 
লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরাকের ইসলামী বিপ্লবী বাহিনী। বিশেষ করে অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালায় ইরাক বাহিনী। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft