রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
 

কাশিয়ানিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

জেলার কাশিয়ানি উপজেলার মাঝিগাতি বাসষ্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের উপর আজ রোববার সকাল পৌনে আটটার দিকে ঢাকামুখি যাত্রীবাহী বাস এমাদ পরিবহনের সাথে একটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ কমপক্ষে ৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। 

কাশিয়ানি থানার এসআই মো.সেলিম ঘটনাস্থল থেকে জানান, মুখোমুখি সংঘর্ষে এমাদ পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাস ও ট্রাক মহাসড়কের উত্তর পাশে খাদে পড়ে যায়। 

প্রাথমিকভাবে জানা গেছে, পরিবহনের চালক সাগর (৩৫)সহ বাসযাত্রী  সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান (৩৫) সর্ব সাং খুলনা ও রহিজ শেখ (২৪) পিতা: মোতালেব শেখ ঘটনাস্থলে নিহত হন। 

নিহত রহিজ শেখের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামে। 

আহতদের উদ্ধার করে কাশিয়ানি ও গোপালগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানার কর্মকর্তারা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft