প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ডিবি-২ এর পৃথক অভিযান চালিয়ে ১ গ্রাম ও ০.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার রাতে বকশীগঞ্জ পুরাতন গরুহাটি এলাকা এবং বকশীগঞ্জ পৌর এলাকায় উত্তরবাজার ডিবি-২ এর পৃথক দুই অভিযানে হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই দুই মাদক ব্যবসায়ী হলো, পৌর এলাকার নামাপাড়া মৃত আলেক মিয়ার পুত্র আবু তালেব (৪৬) এবং পৌরসভার উত্তরবাজার এলাকার মৃত ফতে আলমের পুত্র জাহিদুল ইসলাম (৩৮)।
ডিবি-২ এর ওসি সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল জেলার বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকায় আমাদের টিম অভিযান পরিচালনা করে। এসআই মিজানুর রহমান এবং এস আই আবু রায়হান এর নেতৃত্বে পৃথক অভিযানে হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই দুই আসামির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।