প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন

গতকাল মঙ্গলবার রেডফোর্ড স্টুডিওতে আসন্ন মার্ভেল সিরিজ ‘ওয়ান্ডার ম্যান’ এর শুটিংয়ে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন ক্রু সদস্যের।
মার্ভেল স্টুডিওর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি তার পরিবার এবং বন্ধুদের এবং এই দুর্ঘটনার তদন্তের পেছনে আমাদের সমর্থন রয়েছে’।
লিফোর্নিয়া ডিভিশন অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ তদন্ত চালাচ্ছে। নেপথ্যের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন (আইএটিএসই) এর প্রেসিডেন্ট ম্যাথিউ ডি. লোয়েব এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আইএ পরিবারের প্রত্যেকেই এই মর্মান্তিক ক্ষতির জন্য মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সদস্যের পরিবার, এবং তার সহকর্মী সদস্য এবং সহকর্মীদের সমর্থন করার জন্য কাজ করছি।’
গত বছরের জুলাইয়ে রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ধর্মঘটের কিছু আগে ‘ওয়ান্ডার ম্যান’ সিনেমার চিত্রগ্রহণ শেষ হয়েছে। সিরিজটিতে আরও বেশ কিছু কাজ বাকি আছে। একটি সূত্র জানিয়েছে যে, বেশির ভাগ অংশের শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে।