বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
 

পানির নিচে দুবাই বিমানবন্দর, ব্যাপক বিশৃঙ্খলা    ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো    মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর    তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে: আবহাওয়া অফিস     ২৩ মে পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস    দীর্ঘ ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ    ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩   
ধর্ষণের অভিযোগে উপ সচিব গ্রেফতার
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১১:০১ অপরাহ্ন

গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপ সচিব জয়নাল আবেদীন সরদার লাল মিয়াকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ। ৮ আগস্ট সোমবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব ছিলেন। মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে জয়নাল আবেদীন সরদার লাল মিয়ার একটি মৎস্য খামার রয়েছে। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে আসা যাওয়া করতেন লাল মিয়া। 

সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ফলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী শারীরিক পরিবর্তন দেখা যায়। পরিবারের সন্দেহ হলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে গত ৭ আগস্ট আল্ট্রাসনোগ্রাফি করানো হয় রিপোর্টে দেখা যায় ওই কিশোরী ২১ সপ্তাহ ৪ দিনের অন্ত:সত্তা। 

এ ঘটনায় পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ধর্ষণেরস সুস্পষ্ট তথ্য প্রমাণ থাকায় জয়নাল আবেদীন সরদার লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার জয়নাল আবেদীন সরদারকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকালে তাকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft